
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। একজন আদিবাসীসহ গুরুতর আহত ১৭১ জন। আজ সোমবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।
১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২
৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।
এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন। নিহত ২০ জন।
সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ৭ম শ্রেণী পড়ুয়া উক্য চ্যাঙ মারমা এরিকসন বার্ন ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বার্ন ইউনিটে গিয়ে তার খোজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থীরা উক্য চ্যাঙ মারমাসহ অন্যান্য আহতদের জন্য দোয়া প্রার্থনা করেন।