জাতীয়

মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’- আদিবাসীদের সংহতি প্রকাশ

গতকাল ১৬ মে, ২০২৫, শুক্রবার নারীর সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি পালিত হয়েছে। দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

এ কর্মসূচিতে অন্যান্য প্রগতিশীল সংগঠনের পাশাপাশি সংহতি জানিয়ে পাহাড়-সমতলের আদিবাসীরাও অংশ নেয়। সেখানে নারীর অধিকারের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার, নির্দোষ বম জনগোষ্ঠীর মানুষদের মুক্তি সহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় ৫১টি প্রগতিশীল নারী, শিক্ষার্থী, সাংস্কৃতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠন এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নিয়েছেন।

আয়োজকদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এটি হবে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং নারীর অধিকার রক্ষায় একটি মাইলফলক কর্মসূচি। কর্মসূচি শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানিক মিয়া এভিনিউতে জড়ো হন। কর্মসূচির শুরুতে সেখানে নারীর অধিকার বিষয়ে বিভিন্ন ধরনের আর্ট পারফর্মেন্স অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য মিছিল ইন্দিরা রোড ঘুরে আবার মানিকমিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে নারীদের বিভিন্ন অধিকার সম্বলিত একটি ঘোষণাপত্র পাঠ করা হয়।

Back to top button