মন্ত্রীসভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সংশোধিত আইন অনুমোদন
আইপি নিউজ ডেস্কঃ মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। ১ আগষ্ট সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সংশোধনী অনুমোদন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার এই বৈঠক অনুষ্ঠিহ হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এই বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, সংশোধনীতে কমিশনের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি মন্ত্রীসভা অনুমোদন করেছে। এই ছাড়াও কমিশনের দাপ্তরিক কার্যাবলী পরিচালনা করার জন্য কর্মকর্তা-কর্মচারি নিয়োগের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা তথা পাহাড়ীদের অগ্রাধিকার দেয়ার বিষয়টিও সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভূমি বিরোধ নিষ্পত্তি আইনটি গ্রহণযোগ্য না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সরকারের নিকট ২৪টি সংশোধনী প্রস্তাব উত্থাপন করে। সংশোধনী বিষয়ে সরকার ও আঞ্চলিক পরিষদের দফায় দফায় সংলাপ অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ১৩টি সংশোধনী বিষয়ে ঐক্যমত হন। কিন্তু তারপর দীর্ঘদিন এই সংশোধনী আইনটি চাপা পড়ে থাকে। আইনটি বিষয়ে সরকার উচ্ছ্বসিত ভাব দেখালেও আঞ্চলিক পরিষদ সংশোধিত আইনটি হাতে না পওয়া পর্যন্ত কোন মন্তব্য করতে রাজি হয়নি।