জাতীয়

মনোনয়ন পত্র জমা দিলেন জনসংহতি সমিতি’র নেতা ও সাবেক সাংসদ ঊষাতন তালুকদার

আইপিনিউজ ডেক্স(ঢাকা): অবশেষে মনোনয়ন পত্র জমা দিলেন পাহাড়ে আদিবাসীদের অধিকারের লড়াইয়ে থাকা অগ্রণী রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সাংসদ ঊষাতন তালুকদার। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের রাঙ্গামাটি জেলার পার্বত্য রাঙ্গামাটি ২৯৯ নং আসনে তিনি প্রার্থী হিসেবে এই মনোনয়ন পত্র দাখিল করলেন। গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর হাতে এই মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলার সভাপতি ডা: গঙ্গামানিক চাকমা ও জনসংহতি সমিতির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা।

মনোনয়ন পত্র জমা শেষে ঊষাতন তালুকদার গণমাধ্যম কর্মীদের বলেন, আমি পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করবার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। এলাকার শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের বেপারে শতভাগ আশাবাদী।

সাবেক গেরিলা নেতা ঊষাতন তালুকদার ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি। পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের প্রথম সারির এই নেতার জন্ম ১৯৫০ সালের ৫ আগস্ট। বাবার সরকারি চাকরির সুবাদে পড়াশোনা করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ডিগ্রি নেন ঊষাতন। ছাত্রজীবনে স্কাউট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৬ সালে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় জাম্বুরিতে অংশ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইউওটিসির(ইউনিভার্সিটি অফিসার ট্রেনিং কর্পস) সঙ্গে যুক্ত ছিলেন।

ঊষাতন তালুকদার ১৯৯৯ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম কেন্দ্রীয় সভাপতি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি জেলা ইউনিটের সহসভাপতি ছিলেন। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৪ সালে উক্ত আসনের সাংসদ ও প্রতিমন্ত্রী এবং আওয়ামীলীগের রাঙ্গামাটি জেলা সভাপতি দীপংকর তালুকদারকে হারিয়ে তিনি প্রথম সাংসদ নির্বাচিত হন।

Back to top button