আঞ্চলিক সংবাদ

মধুপুরের থানারবাইদে চক্ষু শিবির ২৮ অক্টোবর

টাঙ্গাইল জেলাধীন মধুপুর থানার থানারবাইদ গ্রামে ২৮ অক্টোবর চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। জামালপুর ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং খ্রিস্টিয়ান ধর্মাবলম্বীদের একটি সম্প্রদায় “চার্চ অব বাংলাদেশ” এর সার্বিক সহযোগীতায় এই চক্ষু ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, থানারবাইদ কে,আর, প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২৮ অক্টোবর ২০১৭ ইং রোজ শনিবার সকাল ৯:০০টা থেকে দুপুর ২:টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। সব এলাকার এবং সব ধর্মাবলম্বীরা এই চিকিৎসা সেবা নিতে পারবেন।

আয়োজকরা আরও জানান, এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা মাত্র ২১০০/=টাকায় চোখের ছানী অপারেশন এবং লেন্স সংযোজনের সুবর্ন সুযোগ (কালো চশমা,থাকা,খাওয়া ও হাসপাতালে নিয়ে যাওয়া সহ) পাবেন। ছানি রোগীদের অপারেশন পরবর্তী ঔষধ বাবদ ২০০/= টাকা এবং পরবর্তীতে যোগাযোগের জন্য মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসার জন্য আয়োজকরা অনুরোধ জানিয়েছেন।

ক্যাম্পে যেসব সেবা দেওয়া হবে সেগুলো হলোঃ

১/ সব বয়সের সব ধরনের চক্ষু রোগীর বিনামুল্যে অভিজ্ঞ ডাক্তারদারা চক্ষু চিকিৎসা পত্র প্রদান।
২/ চশমার পাওয়ার পরীক্ষা ও প্রেসক্রিপশন।
৩/ ন্যায্য মূল্যে ঔষধ ও চশমা প্রদান।
৪/চোখে পুজ পড়া, পানি পড়া ও মাংস বৃদ্ধি রোগীদের স্বল্পমূল্যে অপারেশনের সু-ব্যবস্থা।

Back to top button