খেলাধুলা

মণিকা ও ‍ঋতুপর্ণা চাকমার গোলে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আইপিনিউজ ডেস্ক (ঢাকা):  মণিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমার গোলে টানা দ্বিতীয়বারের মতন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ ৩০শে অক্টোবর, ২০২৪ বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার সাফ নারী ফুটবল-২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতন সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

খেলার শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলা উপহার উপহার দিতে থাকে। তবে নেপালের ডিফেন্স লাইনে গিয়ে বার বার পরাস্ত হতে হয় ঋতু – তহুরাদের,। টানা দ্বিতীয়বারের মতন ফাইনাল খেলা নেপালও ছাড় দেওয়ার পাত্র নয়। প্রতি আক্রমণে ব্যতিব্যস্ত রাখে বাংলাদেশের ডিফেন্স লাইন।  এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রথমার্ধ গোলশূণ্য শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরো বেশী আক্রমণাত্মক হয়ে উঠে বাংলাদেশ। খেলার ৫২ মিনিটে ৬ নাম্বার জার্সি পরিহিত মিডফিল্ডার মণিকা চাকমার গোলে উৎসবে মেতে উঠে বাংলাদেশ। তবে এ লিড বেশীক্ষণ ধরে রাখতে পারে নি পিটার বাটলারের শিষ্যরা। আমিশা কির্কির এক নিঁখুত নিশানায় সমতায় ফেরে নেপাল।  ১৫ হাজার ধারণসম্পন্ন স্টেডিয়ামে তখন আনন্দের জোয়ার বয়ে চলে।

গোল পেতে মরিয়া বাংলাদেশ আরো বেশী আক্রমণাত্মক খেলতে থাকে। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার দারুণ এক শট দুর্দান্ত চেষ্টায় আটকে দেয় নেপালের গোলকিপার। তবে ম্যাচের ৮১ মিনিটে দশরথ স্টেডিয়ামের ১৫ হাজার দর্শককে নিশ্চুপ করিয়ে দেন বাংলাদেশের ১৭ নাম্বার জার্সি পরিহিত উইঙ্গার ঋতুপর্ণা চাকমা। শামসুন্নাহার সিনিয়রের থ্রো ইনে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার বাঁ পায়ের দুর্দান্ত শট গোলকিপারের হাত ছুঁয়ে দ্বিতীয় পোস্টের মাঝামাঝি ভেতরের অংশে লেগে জড়িয়ে যায় জালে। আনন্দে মেতে উঠে বাংলাদেশ দল। পরবর্তীতে মরিয়া চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি নেপাল। ২-১ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতন সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

ফাইনাল জিতে শুধুমাত্র কাপ-ই পায়নি বাংলাদেশ। টুর্ণামেন্টে দারুণ খেলে টানা দ্বিতীয়বারের মতন বেস্ট গোলকিপার পুরস্কার জিতেন বাংলাদেশের রুপণা চাকমা, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব জিতেন বাংলাদেশের ১৭ নাম্বার জার্সিধারী খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। তবে সর্বাধিক ৮ গোল দিয়ে গোল্ডেন বুট জিতেন ভুটানের ৯ নাম্বার জার্সিধারী স্ট্রাইকার ডেকি লাঝো।

Back to top button