ভোজ্য তেলের দাম বৃদ্ধিকে ’ভাতের থালায় শকুনের থাবা’ বলছে ঐক্য ন্যাপ
আইপিনিউজ ডেক্স(ঢাকা): ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছে ঐক্য ন্যাপ। আজ এক বিবৃতিতে সংগঠনটি ক্ষোভ জানিয়ে এটিকে জনগণের ‘ভাতের থালায় শকুনের থাবা’ বলে উল্লেখ করেছে।
ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক উক্ত বিবৃতিতে বলেন “ইউক্রেন যুদ্ধে দুনিয়াজুড়ে পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়াটা অভাবিত ছিল না, কিন্তু ভোজ্য তেলের আমদানিকারকদের চাপে ঈদের পরপরই ভোক্তা জনগণকে উপেক্ষা করে সরকারের একলাফে লিটার প্রতি ৩৮টাকা মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পরও বাজারে ভোজ্যতেল উধাও হবে, সুদূর রামগড়ে ৫৭হাজার লিটার ভোজ্যতেলের মজুতসহ অন্যান্য মজুতের ঘটনা উদঘাটনের পরও মজুত বিরোধী আইনের কার্যকর প্রয়োগ, নিয়মিত বাজার নজরদারি, সমন্বিত কার্যকর সরকারি ব্যবস্থাপনায় ঘাটতি মজুতদার-মুনাফাখোরদের সুবর্ণ সুযোগ করে দেবে, তা অনাকাঙ্খিত। জনগণের ভাতের থালায় শকুনের থাবা কেন- বলেও প্রশ্ন রাখেন নেতৃবৃন্দ।
সংগঠনটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক প্রণব কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ -এর সরকারী বার্তা কেন উচ্চারিত হয় না। এছাড়া টেকসই স্থায়ী সমন্বিত ব্যবস্থা নেয়াসহ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দীর্ঘমেয়াদী বহুমুখী প্রতিষেধক ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবী জানান নেতৃবৃন্দ।