ভাসানী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী দিবস উৎযাপন
সারা বিশ্বের মত আদিবাসী জাতিসমূহের সংস্কৃতি প্রকাশ ও আদিবাসীদের অধিকারের দাবি উপস্থাপনের জন্য মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও গত ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৮ পালন করেছে অত্র বিশ্ববিদ্যালয়ের “আদিবাসী ছাত্র সংগঠন”।
ক্যাম্পাসে জয় কুমার হাজং এর সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আদিবাসী ছাত্র সংগঠন।
সারাদিন শেষে আদিবাসী নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভিকটিমদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করার মাধ্যমে সারাদিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলোজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জি, সহকারী প্রক্টর আওরঙ্গজেব আকন্দ । তাছাড়া আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর থেকে আদিবাসী ছাত্র-যুব নেতৃবৃন্দ ও অত্র বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র-ছাত্রী।