ভারতে দলিত বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৭
সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে ভারত জুড়ে দলিতদের ধর্মঘটের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছে।
সংঘর্ষে মধ্যপ্রদেশে পাঁচ জন এবং রাজস্থানের আলওয়ার ও উত্তর প্রদেশের মুজাফরনগরে একজন করে নিহত হয়েছে বলে জানায় এনডিটিভি। পাঞ্জাব এবং ঝাড়খন্ডেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাবে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, সড়কে যান চলাচল বন্ধ আছে।
স্থানীয় সরকার এদিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দশম ও দ্বাদশ শ্রেণীর পূর্বনির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
মধ্যপ্রদেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক ছাত্র নেতাসহ পাঁচজন নিহত হয়।
রাজস্থানের জয়পুর, আলওয়ারসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে।
বিক্ষোভকারীরা রেললাইন অবরোধ করায় বিহার, উড়িষ্যা, পাঞ্জাব ও রাজস্থানের কিছু কিছু এলাকায় রেল চলাচলে বিঘ্ন ঘটে।
গত ২০ মার্চ ভারতের সুপ্রিম কোর্ট এসসি/এসটি (নৃশংসতা প্রতিরোধ ) আইনে গুরুত্বপূর্ণ দুইটি পরিবর্তনের আদেশ দেন।
অতীতে এ আইনের ‘অপব্যবহার হয়েছে’ বর্ণনা করে আদালত আইন সংশোধন করে এসসি/এসটি আইনের অধীনে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার না করা এবং জামিনের বিধান সংযোজনের আদেশ দেন।
‘অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর লোয়ার কাস্ট’ এর মহাসচিব কেবি চৌধুরি বলেন, “এসসি/এসটি অ্যাক্টের মাধ্যমে ভারতে দলিতদের সুরক্ষা দেওয়া হয়েছে। ওই আইনে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে যে কোনো বৈষম্য শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কারণে এখন ওই আইনি সুরক্ষা শেষ হয়ে যাবে। আমরা সবাই দুঃখী এবং বিমর্ষ হয়ে পড়েছি।”