জাতীয়

বৌদ্ধ ভিক্ষু হত্যা ও এমপি শাহ আলমের জমি জবরদখলের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঐক্য পরিষদ

আইপিনউজ ডেক্স(ঢাকা): গত ৩৬ ঘন্টায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির সদর ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধা মহাথেরো ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মিশুকচালক বলরামকে হত্যা এবং চট্টগ্রামের জুম্ম চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানজ্যোতি ভিক্ষুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অপপ্রয়াস, এছাড়া গত কয়েকদিনে সারা দেশের নানান জায়গায় সরস্বতী বিগ্রহ ভাংচুর ও বরিশালের বানাড়িপাড়ার এমপি শাহ আলম কর্তৃক কতেক হিন্দু পরিবারকে তাদের জায়গা-জমি থেকে উচ্ছেদ করে তা জবরদখলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সংঠনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে পরিষদ বলেছে, এসব ঘটনা পূর্বেকার সাম্প্রদায়িক ঘটনাবলিরই ধারাবাহিকতা মাত্র। এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের ঘোষণাকে নতুনভাবে চ্যালেঞ্জ করতে শুরু করেছে, যা ভবিষ্যতের জন্যে নতুন শঙ্কার জন্ম দিয়েছে। পরিষদ এসব ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তি এবং এমপি শাহ আলমের বিরুদ্ধে দলীয় ও আইনগত পদক্ষেপ গ্রহণের জন্যে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।

উক্ত বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে, ঐক্য পরিষদের এক কেন্দ্রীয় প্রতিনিধিদল ড. জিনোবোধি ভিক্ষুর নেতৃত্বে আগামী বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী, ২০২২ খাগড়াছড়ির ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

Back to top button