আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ‘আদিবাসী বিশ্ববিদ্যালয়’ তৈরি হল ওড়িশায়

বিশ্বের প্রথম আদিবাসী বিশ্ববিদ্যালয় এবার ভারতে ৷ মানব-সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (KISS)-কে বিশ্ববিদ্যালয়ের তকমা দেওয়া হয়েছে ৷ এই ঘোষণায় স্বভাবতই খুশি ছাত্র-ছাত্রী এবং KISS-এর শিক্ষককর্মীরা ৷

শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই এটি প্রথম আদিবাসী বিশ্ববিদ্যালয় ৷ দৈর্ঘ্যের দিক থেকেও এই বিশ্ববিদ্যালয় অনেক বড় ৷ ২৭ হাজারেরও বেশি ছাত্রী-ছাত্রীরা এখানে পড়াশোনা করতে পারবেন ৷ সেখানে কিন্ডারগার্টেন থেকে স্নাতোকত্তর, সমস্ত বিভাগেরই ছাত্র-ছাত্রীরা থাকবেন বলে জানানো হয়েছে ৷ এই বিশ্ববিদ্যালয়ে ওড়িশা ছাড়াও পূর্ব-ভারতের বিভিন্ন আদিবাসী ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবার বিশেষ সুযোগ-সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে ৷

Back to top button