আঞ্চলিক সংবাদ

নওগাঁতে বিরসা মুন্ডার ১১৬ তম মৃত্যুবার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত

সূভাষ চন্দ্র হেমব্রম; রাজশাহীঃ আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা কমিটির উদ্দ্যোগে ১৫জুন ২০১৬ সকাল ১১.৩০ টায় সময় নওগাঁ জেলা প্রেস ক্লাবে বিরসা মুন্ডার ১১৬ তম মৃত্যুবার্ষিকী ৯ জুন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি মার্টিন মুরমু। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কবি ও সাহিত্যিক আধ্যাপক আতাউল হক সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, মুক্তিযোদ্ধা কমান্ডার নওগাঁ জেলা জয়নুল হক মুকুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, মহাদেবপুর থানা কমিটির সভাপতি দিলীন পাহান, আদিবাসী ছাত্র পরিষদের নওগাঁ জেলা সভাপতি সুধীর পাহান, মান্দা থানা সভাপতি অলিপ পাহান ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান। সভা পরিচালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা সাধারণ সম্পাদক নিরাঞ্জন পাহান।

বক্তারা বলেন, বিরসা মুন্ডা বিদ্রোহের আর এক নাম উলগুলান ১৮৯৯-৯০ সালে যা ভারতে সংগঠিত হয়েছিল । মুন্ডা বিদ্রোহের লক্ষ্য শুধু তৎকালীন সময়ে শুধুমাত্র আদিবাসী বন, ভূমির অধিকার দখলই ছিল না। মূলতঃ তা ছিল আদিবাসী জনগণের বেঁচে থাকার লড়াই, মুন্ডাদের সংস্কৃতি অস্তিত্বের লড়াই। অ- আদিবাসী জনগণ বিশেষ করে জমিদার, ঠিকাদার, বনখেকোদের হাত থেকে মুন্ডাদের রক্ষার জন্য বিরসা মুন্ডা তার সব শক্তি দিয়ে বৃটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করেছিল। একই সাথে ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন ছিল যার মুল লক্ষ্য ছিল স্বাধীনতা। এসময় বক্তারা আদিবাসীদের সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহের ইতিহাস পাঠপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানান।

Back to top button