বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঐক্যন্যাপের কর্মসূচী ঘোষণা
আইপিনিউজ ডেক্স(ঢাকা): বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৩ নভেম্বর, ২০২২ বুধবার দেশব্যাপী দাবী দিবস ঘোষণা করেছে ঐক্য ন্যাপ।
আজ ২১ নভেম্বর ২০২২ এক বিবৃতিতে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও তেল, গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবনে দূর্বিসহ হয়ে দাড়িয়েছে। অর্থনৈতিক দূর্ভোগ, লুটেরা, পাচারকারী, সিন্ডিকেট ব্যবসায়ী, মুনাফাখোর, দুর্নীতিগ্রস্থ প্রশাসন, হত্যা-গুম, নারী-শিশু নির্যাতন এর প্রতিবাদ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
নেতৃবৃন্দ এই দাবীতে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামী ২৩ নভেম্বর, ২০২২ বুধবার বিকেল তিনটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। এছাড়াও সংগঠনটি জেলা উপজেলা কমিটি সহ সকল শাখা দিবসটি পালন করবে।