অন্যান্যতথ্য প্রযুক্তি

বিজু উৎসব থেকে ফেরার পথে চবি’র ৫ শিক্ষার্থীকে খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহরণ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): বিঝু উৎসবে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অপহরণের খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ৬:৩০ ঘটিকায় খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উক্ত ৫ জন আদিবাসী শিক্ষার্থী ও টমটম গাড়ির চালককে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।
অপহৃত শিক্ষার্থীরা হলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো, চারুকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা।
এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উক্ত শিক্ষার্থীরা বিজু উৎসবে যোগ দেওয়ার জন্য প্রথমে বাঘাইছড়ি যান। পরে খাগড়াছড়ি হয়ে ফেরার পথে তাদেরকে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সন্ত্রাসীরা তাদের বহনকারী টমটম চালকসহ উক্ত পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। আমরা অবিলম্বে অপহৃতদের অক্ষত অবস্থায় বিনা শর্তে মুক্তিদানের  আহ্বান জানাবো।
এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ জুম্ম শিক্ষার্থীসহ সচেতন মহল।

Back to top button