বিচারপতি রাব্বানীর মৃত্যুতে ঐক্য পরিষদের শোক
আইপিনিউজ ডেক্স(ঢাকা):বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সংগঠনটির দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির এক শোক বিবৃতিতে বলা হয়, বিচারপতি রাব্বানী শুধু যে একজন মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি ও প্রগতিশীল চেতনার বলিষ্ঠ সৈনিক ছিলেন তা নয় আমৃত্যু দেশমাতৃকার প্রতি তাঁর যে অকুণ্ঠ ভালবাসা তা তিনি তাঁর কাজের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে যা সহজে পূরণ হবার নয়।
বিচারপতি গোলাম রাব্বানী ধর্মীয়-বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন বলিষ্ট কন্ঠস্বর।