বিকৃত যৌন লালসার শিকার এক গারো ছেলে শিশু
শেরপুরর ঝিনাইগাতীর গাজনীতে ৪ বছরের এক গারো শিশুর যৌন নির্যাতনের শিকার হওয়ার খবর পাওয়া গেছে । জানাগেছে যে, ১৭ জুন দুপুরে দুটার দিকে বড় গাজনী গ্রামের নান্টু সাংমার ছেলে শিশুটি (৪) বাড়ির পাশে খেলা করছিল । এমন সময় গজনী অবকাশের বিল্লাল নামের ব্যবসায়ীর নবম শ্রেণীতে পড়ুয়া ছেলে রিয়াজ (১8) গাজনী অবকাশের গাড়ী পার্কিং-এর পিছনের আগর বাগানে ফুসলিয়ে নিয়ে গিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করে । পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনাহলে পাযু পথের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরন করেন । ঘটনাটি জানিয়ে পুলিশে খবর দিলে পুলিশ সন্ধা ৭ টার দিকে আসামীকে আটক করে থানায় নিয়ে আসে । এই মুহুর্তে শিশুটির পিতা মামলা করার জন্য থানায় অবস্থান করছে । কিন্তু আসামীর পরিবার প্রভাবশালী হওয়ায় এখন পর্যন্ত মামলা যাতে না করা হয় এর জন্য থানার সামনে অবস্থান করছে বলে খবর পা্ওয়া গেছে ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান নবেশ খকসী আচিক নিউজকে বলেন, ‘ভিকটিমের পিতা এ ঘটনা আমাকে জানানোর সাথে সাথে আমি থানায় ফোন করি এবং পুলিশ প্রশাসন তাৎক্ষনিক এ্যাকশন নেয় এবং আসামীকে ধরে থানায় নিয়ে যায় । এখন একটি মহল চাচ্ছে যে মামলা না করে আপোস-মিমাংসায় আসতে । আমি বলেছি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর বিচার হবে । এখানে আপোসের কোন সুযোগ নাই । ভিকটিমের পিতা এই মুহুর্তে থানায় আছে এবং মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে ।’
তথ্যসূত্রঃ আচিকনিউজ.২৪কম