বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) এক বৈঠক আজ ২৭ জুন বান্দরবান সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক এতে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বর্ষকেতু চাকমা, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমিনুর রশীদ আমিন, রাঙামাটি চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, বান্দরবান বোমাং সার্কেল চিফ রাজা উ চ প্রম্ন এবং খাগড়াছড়ির মং সার্কেল চিফ রাজা সাচিং প্রম্ন বৈঠকে অংশ নেন।
কমিশন সূত্র জানায়, বৈঠকে সন্তু লারমাসহ কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ বিরাজিত ভূমি বিরোধ নিষ্পত্তিতে আন্তরিকতার সাথে কাজ করার কথা জানিয়েছেন।
এর আগে ল্যান্ড কমিশন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান বান্দরবান সার্কিট হাউজে এলে বান্দরবানের জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির আলোকে সরকার পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই কমিশন গঠন করে। এটি বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে গঠিত কমিশনের দ্বিতীয় বৈঠক।