আঞ্চলিক সংবাদ

বান্দরবানের রুমায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বান্দরবানের রুমায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মথি ত্রিপুরা (৯) নামে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার  দিকে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মথি ত্রিপুরা ২ নং সদর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আনন্দ পাড়ার রুদ্রিয়া ত্রিপুরা (বুদ্ধিচন্দ্র) ও রুংমাইতি ত্রিপুরার  ছেলে। 

স্থানীয়রা জানায়, ছুটি শেষে স্কুল থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল শিক্ষার্থী মথি ত্রিপুরা। এসময় পিছন থেকে একটি বাস এসে মথি ত্রিপুরাকে ধাক্কা দিলে স্কুলের দেয়ালের সঙ্গে চাপা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। তাৎক্ষণিক  স্থানীয়রা উদ্ধার করে রুমা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. পাপিয়া দাশ বলেন, বাস দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, বাসের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা                                                                                                                                                                        ছবিঃ সংগৃহীত 

এই ঘটনার প্রতিবাদে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সকল শিক্ষার্থী সহ রুমা বাজারের সর্বস্তরের জনসাধারণ মিলে দুর্ঘটনাকারীর/ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে রুমা উপজেলা থানা অফিসার ইনচার্জ বাংলাদেশের প্রচলিত বিধান অনুসারে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করে দুর্ঘটনাকারীর বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। 

Back to top button