বাগদাফার্ম আক্রান্ত জনপদে যাচ্ছেন আদিবাসী ফোরাম ও নাগরিক প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক, ১২ নভেম্বর, ঢাকা : সাহেবগঞ্জ-বাগদাফার্ম-এ আক্রান্ত জনপদ সরেজমিন পরিদর্শনের জন্য বাংলাদেশ আদিবাসী ফোরাম ও নাগরিক সমাজের এবং গণমাধ্যম কর্মীদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যাচ্ছেন। ১৩ নভেম্বর রোববার প্রতিনিধি দলটি আক্রান্ত জনপদে ক্ষতিগ্রস্থদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিনিধি দলে রয়েছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, অর্থনীতিবিদ আবুল বারাকাত. হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা কাজল দেবনাথ, মানবাধিকার কর্মী খুশী কবীর, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, জনসংহতি সমিতির দীপায়ন খীসা প্রমুখ।
জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলগুলোর সংবাদকর্মীরাও এই প্রতিনিধিদলের সাথে আক্রান্ত এলাকায় যাচ্ছেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং আক্রান্ত এলাকা সরেজমিন পরিদর্শনের বিষয়টি জানিযেছেন।