তথ্য প্রযুক্তি
বাংলাদেশ থেকে খোলা ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশ থেকে খোলা ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় টুইটার।
টুইটার সেফটি এক টুইটে লিখেছে, ভুয়া তথ্য ছড়ায় এমন অ্যাকাউন্ট বাংলাদেশে খুবই কম পাওয়া গেছে। প্রাথমিকভাবে ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। অনুসন্ধান চলছে। ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
টুইটার কর্তৃপক্ষ আরো জানিয়েছে, যেসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তার বেশিরভাগের ফলোয়ার সংখ্যা ৫০ এর কম।