বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশের হাজং জাতির জনগণের জাতীয় প্লাটফর্ম বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত ১লা এপ্রিল মঙ্গলবার নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় হাজং সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার বাবু মতিলাল হাজং এর সভাপতিত্বে উক্ত শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন বাবু মার্কন্ড দয়াল হাজং। এরপর উপস্থিত নব নির্বাচিত কার্য-নির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার বাবু মতিলাল হাজং। সেখানে সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ২০ জন নব নির্বাচিত সদস্য স্বশরীরে উপস্থিত থেকে নিজ নিজ পদে দায়িত্ব পালনে শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের ৬ষ্ঠ জাতীয় হাজং সম্মেলন ও কাউন্সিল গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার চেংনি গ্রামে দেশের হাজারো হাজং নর-নারী ও ছাত্র-যুবদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের মাধ্যমে জাতীয় হাজং সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদের আগামী তিনবছর মেয়াদে বিভিন্ন পদে সদস্য নির্বাচিত হন।
নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে- পল্টন হাজং (সাবেক সাধারণ সম্পাদক), সহ-সভাপতি পদে-বিশ্বজিত হাজং রুপক , হাজং সুমন রায় বাবলু, বিপুল হাজং, মঞ্জশ্রী হাজং, সোহেল হাজং, সাধারণ সম্পাদক পদে নয়ন হাজং রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দোলন হাজং, সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জীব হাজং, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে লিটন হাজং, অর্থ সম্পাদক পদে সুজীপ্ত কুুমার রায়, সহ-অর্থ সম্পাদক পদে সুবোধ হাজং, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রুপম হাজং, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অজিত হাজং, আইন ও ভূমি বিষয়ক সম্পাদক পদে দেশবন্ধু হাজং, সহ-আইন ও ভূমি বিষয়ক সম্পাদক পদে রোকন হাজং, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক পদে প্রনয় হাজং, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সরানন হাজং, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে অরুপ রতন রায়, তথ্য ও প্রচার সম্পাদক পদে নিরঞ্জন হাজং, দপ্তর সম্পাদক পদে বিকাশ চন্দ্র হাজং, সম্মানিত সদস্য পদে হাজং সত্যেন্দ্র তাপস হাজং প্রমুখ নির্বাচিত হন।