জাতীয়

বনফুল আদিবাসী কলেজের এবছরের এসএসসি পাসের হার ৯২.৭২%

আইপিনিউজ ডেক্স(ঢাকা): রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের এবারের এসএসসি পাসের হার ৯২.৭২%। এবারে স্কুলটি থেকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়েছে ১৫১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৩১ জন শিক্ষার্থী। তবে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ১১ জন কৃতকার্য হতে পারেনি বলে আইপিনিউজকে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে এবছর বনফুল আদিবাসী গ্রীনহার্ট স্কুল থেকে বিজ্ঞান বিভাগের ১০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। কৃতকার্য হয় ১০১ জন। তাছাড়া ব্যবসায় শিক্ষা থেকে অংশ নেয় ৪১ জন এবং কৃতকার্য হয়েছে ৩৪ জন এবং মানবিক বিভাগ থেকে অংশ নেন ৭ জন শিক্ষার্থী যাদের মধ্যে ৫ জন কৃতকার্য হন। সব মিলিয়ে সর্বমোট জিপিএ ফাইভ পান ৩১ জন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের সভাপতি প্রজ্ঞানন্দ মহাথেরো আইপিনিউজকে বলেন, আগের বছরের তুলনায় এবছর আমাদের ফলাফল অবনতির দিকে। এর পেছনে মূল কারণটা হল শিক্ষার্থীরা অপরিণত বয়সে এন্ডয়েট মোবােইল ফোন হাতে পাচ্ছে এবং অনলাইন গেইম খেলেছে। অভিবাবকবিহীন অবস্থায় তারা পড়াশুনায় গাফিলতি করছে। অনেকেই ক্লাসও ফাঁকি দিচ্ছে। এ বেপারে অভিবাবক মহলের আরো সুদৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষাবিদ।

Back to top button