আঞ্চলিক সংবাদ
বগুড়ায় আদিবাসী ছাত্রনেতার উপর হামলা
আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণের উপর গতকাল রাতে দুর্বৃত্তরা মাথায় চাকু দিয়ে আঘাত করে ও তার মোবাইল ফোন ছিনতাই করে|
উল্লেখ্য, গাইবান্ধায় সাংগঠনিক কর্মসূচী শেষে শিপন রবিদাস প্রাণকৃষ্ণ তার গ্রামের বাড়ী বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানীতে ফেরেন । এরপর গতকাল রাত সাড়ে ১০টায় তিনি যখন ডেমাজানী বাজারের পাশের রাস্তায় ফোনে কথা বলছিলেন তখন তিনজন দুর্বৃত্ত একটি ডিসকোভার মোটরসাইকেলে চেপে এসে তার মাথায় বার্মিজ চাকু দিয়ে সজোরে আঘাতপূর্বক তার মোবাইল ফোন ছিনতাই করে দ্রত পালিয়ে যায় ।