বগুড়ায় আদিবাসী নেতার ওপর হামলা: আদিবাসীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
গত ৩১ ডিসেম্বর ২০২৪ সিকালে আদিবাসী নেতা সন্তোষ সিং বাবুর উপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আহসান হাবিবের আদালতে জি আর ১৩/২৩ শেরপুর মামলার বাদী শ্রী সন্তোষ সিং বাবু হাজিরা শেষে আদালত থেকে নেমে তার আইনজীবীর সেরেস্তায় আসার সময় জেলা জজ আদালতের গেটে ঐ মামলার আসামী সোলাইমান আলীর নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে বেধরক মারপিট ও বার্মিজ চাকু দিয়ে আঘাত করে।
এই ঘটনার প্রতিবাদে ১ জানুয়ারি ২০২৫ জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে বগুড়া প্রেসক্লাব এর সামনে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রথমে বগুড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাতমাথায় এসে শেষ হয়।
সংগঠনের জেলার সহ-সভাপতি যুগেশ চন্দ্র সিং এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কর্ণিদাস’র সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা সভাপতি সন্তোষ সিং বাবু, বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ্যাড. মোঃ সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব এ্যাড. দিলরুবা নুরী, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং।
আরো বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা আহ্বায়ক স্বপন সিং,সদস্য শুভ দাস, নন্দীগ্রাম উপজেলা সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, সারিয়াকান্দি উপজেলা সভাপতি রনজিৎ মালো, ধনুট উপজেলা সভাপতি রাখাল মালো, সদস্য হারাধন বাগদী, সাধারণ সম্পাদক পলাশ বাগদী, গাবতলী উপজেলা সভাপতি প্রভাত মালো, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নন্দীগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ বর্মণ, শেরপুর উপজেলার সভাপতি কমল সিং, সাধারণ সম্পাদক প্রাণ কুমার, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলার সহ সভাপতি উত্তম কুমার সিং, সহ-সাধারণ সম্পাদক শান্ত কুমার, সাংগঠনিক সম্পাদক নিত্য মালো, তথ্য ও প্রচার সম্পাদক সোহাগ কুমার সিং ও শেরপুর উপজেলার আহ্বায়ক। উত্তম কুমার, নন্দীগ্রাম উপজেলার আদিবাসী ছাত্র নেতা নরোত্তম বর্মণ।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ জানুয়ারি শেরপুরের আম্বইল গোঁড়তাগ্রামে আদিবাসীদের সম্পত্তি ভূমিদুস্য কর্তৃক দখলকে কেন্দ্র করে আদিবাসীদের উপর আক্রমণের ঘটনায় ১৩/২৩ মোকদ্দমাটি দায়ের হয়।দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জের ধরে এই হামলা ঘটেছে বলে আদিবাসীরা জানান।
এই ঘটনার প্রেক্ষিতে বক্তরা বলেন আমরা সমতলের আদিবাসী নানাভাবে নির্যাতিত ‘আমরা আদিবাসীরা দেশের নাগরিক, আমাদের বাড়ি-ঘর, জমি-জমা ভূমিদস্যুদের দ্বারা যখন অনিরাপদ, আমাদের জানমালের নিরাপত্তা নাই তখন আমরা আদালতের সরণাপন্ন হই। আর সেই আদালতেই আমরা হামলার শিকার হলাম। আমরা এ নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই। আমরা চাই আদালত ও সরকার আমাদের ব্যাপারে ন্যায্য পদক্ষেপ গ্রহণ ও ন্যায় বিচার নিশ্চিত করুক।