আঞ্চলিক সংবাদ

বগুড়ায় আদিবাসী পরিষদ নেতৃবৃন্দের আদিবাসীদের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন

আগামীকাল বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আইপিনিউজ ডেক্স(ঢাকা): বগুড়ার শেরপুরের আম্বইল ও গোড়তা আদিবাসী পল্লীতে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় আদিবাসী পরিষদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আজ (১৪.০১.২৩) দুপুর ২.০০ টায় নেতৃবৃন্দ ঘটননাস্থল পরিদর্শনশেষে আগামীকাল বগুড়া প্রেসক্লাবে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সকাল ১১.০০ টায় সংবাদ সম্মেলন কর্মসূচির ঘোষনাও দেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)- নওগাঁ জেলা শাখার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, দিনাজপুর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন, বগুড়া জেলা শাখার সদস্য সচিব দিলরুবা নুরী, জাতীয় আদিবাসী পরিষদ- বগুড়া জেলা শাখার সভাপতি সন্তোষ সিং (বাবু), সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, সহ সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, সহ সাংগঠনিক সম্পাদক সুনীল রবিদাস বাবু, কোষাধ্যক্ষ সন্তোষ চন্দ্র সিং, দপ্তর সম্পাদক সুজন রাজভর, রংপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ বিমল খালকো, সাধারন সম্পাদক যোসেফ সরেন, বগুড়ার শেরপুর উপজেলা শাখার আহবায়ক স্বপন সিং, সদস্য সচিব শ্যামল কর্ণিদাস, আদিবাসী যুব পরিষদ-নাটোর জেলা শাখার সভাপতি পরিতোষ পাহান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সন্তোষ মাহাতো, ভবানীপুর ইউপি সদস্য সুরেশ মাহাতো, বাংলাদেশ আদিবাসী ফোরাম- সিরাজগঞ্জ জেলা শাখার ভূমি ও আইন বিষয়ক সম্পাদক নিমাই মাহাতো, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ- রাজশাহী বিভাগীয় কমিটির নেতা সজীব কুমার, শিপেন কুমার শীল, আদিবাসী ছাত্র পরিষদ- কেন্দ্রীয় কমিটির সদস্য অনিল গজার, নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন পাহান প্রমুখ নেতৃবৃন্দ।

জাতীয় আদিবাসী পরিষদ নেতৃবৃন্দ ভবানীপুরের আম্বইল ও গোড়তা গ্রামে পরিদর্শনে যান। এসময় নেতৃবৃন্দ আহত আদিবাসীদের চিকিৎসা ও নিরাপত্তার খোঁজ-খবর নেন। একইসাথে অনতিবিলম্বে তদন্ত কমিটি করে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। আহত আদিবাসীদের জন্য সরকারী পৃষ্ঠপোষকতায় চিকিৎসার জন্য জোর দাবী জানানো হয়।

 

Back to top button