খেলাধুলা

ফুটবল ছেড়ে চাকরিতে জাতীয় নারী ফুটবলার আনাই মগিনী

আইপিনিউজ ডেস্ক (খাগড়াছড়ি): দেশের জাতীয় নারী ফুটবলের অন্যতম মুখ আনাই মগিনী ফুটবল ছেড়ে যোগ দিলেন চাকরিতে। আজ ১৭ মে খাগড়াছড়ি জেলা  পরিষদের মাননীয় চেয়ারম্যানের হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন কৃতি এ ফুটবলার। দেশের ফুটবলে অবদান রাখার পাশাপাশি দেশের জন্য গৌরব বয়ে আনার স্বীকৃতি স্বরুপ তাকে এ চাকরি দেওয়া হয় বলে খাগড়াছড়ির জেলা পরিষদ থেকে জানানো হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের হাত থেকে নিয়োগপত্র নিচ্ছেন আনাই মগিনী

উল্লেখ্য যে, খাগড়াছড়ি জেলার সাতভাইয়া পাড়ার বাসিন্দা আনাই মগিনীর ফুটবল খেলা শুরু হয় ২০১১ সাল হতে। তিনি ২০১২ সালে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপে মগাছড়ি প্রাইমারী বিদ্যালয়কে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরে ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়কেও ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত একই টুর্ণামেন্টে টানা তিন বছর রানার্সআপ করেন।

জাতীয় পর্যায়েও তিনি ব্যাপক সাফল্য পান। ২০১৬ সালে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে তিনি অবদান রাখেন। এছাড়াও ২০১৯ সালে বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ, ২০২১ সালের অনুর্ধ্ব-১৮ সাফ নারী চ্যাম্পিয়নশীপ এবং সর্বশেষ ২০২২ সালের সাফ নারী ফুটবলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Back to top button