অন্যান্য

ফকির আলমগীরের মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক

নন্দিত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

এক শোকবার্তায় ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, সাবেক সাংসদ মি. ঊষাতন তালুকদার ও মি. নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেছেন, তাঁর মৃত্যু গণসঙ্গীতসহ দেশের সঙ্গীতাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। পরিষদের নেতৃবৃন্দ সঙ্গীতাঙ্গনে তাঁর অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, অসংখ্য জনপ্রিয় গণসংগীতের জন্যে জাতি চিরদিন তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট দিপংকর ঘোষ স্বাক্ষরিত শোক বার্তায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button