অন্যান্য
প্রলয় চিসিমের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি
সতেজ চাকমা: বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী গারোদের মধ্যে প্রথম পুলিশ ক্যাডারে যোগদানকারী প্রলয় চিসিম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি পেয়েছেন। গত ১৮ আগষ্ট (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নোতির এই আদেশ দেওয়া হয়। এর আগে তিনি কুষ্টিয়া জেলার পুলিশ সুপারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, প্রলয় চিসিম ১৭ তম বিসিএস (পুলিশ ক্যাডার) এর মাধ্যমে এএসপি পদে সুপারিশ প্রাপ্ত হন। গারোদের নারীদের মধ্যে প্রথম পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন সোমা হাপাং। এছাড়া প্রলয় চিসিম, সোমা হাপাং ছাড়াও গারোদের মধ্যে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের মধ্যে একনিষ্টভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন সামুয়েল সাংমা।