প্রথমবারের মত অনুষ্ঠিত হলো আত্তং মিউজিক ফেস্টিভাল-২০২৪
প্রথমবারের মত অনুষ্ঠিত হলো আত্তং মিউজিক ফেস্টিভাল-২০২৪। গত বছরের ২৫ শে ডিসেম্বর কলমাকান্দা উপজেলার নলছাপ্রা গ্রামে এই ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। গারো আদিবাসীদের আত্তং গোত্রের নিজস্ব ভাষা এবং সংস্কৃতির নানা পরিবেশনা ছিল এই ফেস্টিভালে। নিজস্ব ভাষা চর্চা করাসহ নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি উপস্থাপনের জন্য এই ফেস্টিভাল আয়োজিত হচ্ছে বলে আত্তং সম্প্রদায়ের আয়োজকরা জানিয়েছেন।
নলছাপ্রা আত্তং পিপল নামের সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভালে গেলে, রেরে, সেরেনজিং সহ আধুনিক গান পরিবেশন করেন জনপ্রিয় গারো শিল্পীরা।
২৫ ডিসেম্বর বিকেল ৫ টায় অনুষ্ঠিত ফেস্টিভাল চলে রাত দশটা পর্যন্ত। ফেস্টিভালের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর আত্তং সম্প্রদায়ের বিভিন্ন ক্ষেত্রে অবদানকারীদের সম্মাননা স্মারক দিয়ে সম্মান জানিয়ে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। এতে গান পরিবেশন করে্ন জীবন্ত কিংবদন্তী ফরিদ জাম্বিল, অন্তু রিছিল, লাক্সমি থিগিদীসহ গারদের জনপ্রিয় শিল্পীবৃন্দ। প্রবীন শিক্ষক ও সংগঠক নিশিকান্ত জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউরেকা মুর্মু।
আয়োজক কমিটির আহ্বায়ক জেফিরাজ দোলন কুবি, আইপিনিউজকে বলেন, আমরা ধারণা করেছিলাম যে স্থানীয় জনগণের মধ্যে এই ধরনের একটি উৎসবের জন্য আগ্রহ থাকবে, কিন্তু বাস্তবতা আমাদের প্রত্যাশা ছাপিয়ে গেছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আমাদের আত্তং ভাষা ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং আমাদের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা। ফেস্টিভ্যালটি আমাদের ভাষা, গান, এবং নৃত্যের প্রতি আগ্রহী দর্শকদের জন্য একটি মঞ্চ তৈরি করেছে। ভবিষ্যতে আমরা এই ফেস্টিভ্যালটি আরো বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা করছি। বিশেষ করে আত্তং ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং সম্প্রসারণে কাজ করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিতে চাই। এছাড়া আমাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান, প্রশিক্ষণ কর্মশালা এবং সাংস্কৃতিক উৎসব আয়োজনের মাধ্যমে আত্তং সংস্কৃতিকে আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
আত্তং মিউজিক ফেস্টিভাল-২০২৪ এ সম্মাননা গ্রহনকারীদের তালিকাঃ
১.সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত পা: মুহিত সাংমা
২. সমাজ সেবা- রবীন্দ্র কুবি
৩. মুক্তিযুদ্ধ- বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী মৃ
৪. মুক্তিযুদ্ধ- বীর মুক্তিযোদ্ধা ডিকন সুরেশ স্কু
৫. সংস্কৃতি বা পারফর্মিং আর্ট- উস্তাদ ফরিদ জাম্বিল
৬. মুক্তিযোদ্ধা : বীর মুক্তিযোদ্ধা তরুণ কান্তি জাম্বিল
৭.সমাজ সেবা- মার্টিনা জাম্বিল
৮.শিক্ষা: মিসেস উর্মিলা জাম্বিল
৯.মুক্তিযুদ্ধ- বীর মুক্তিযোদ্ধা গাব্রিয়েল রাংসা
১০.চিকিৎসা সেবা প্রয়াত্ অনিল মানখিন
১১.রত্নগর্ভা- প্রয়াত শ্রেণী বালা জাম্বিল
১২.নারী উদ্যোক্তা শেহিনা রিছিল
১৩. সংস্কৃতি বা পারফর্মিং আর্ট- কর্মী মডেল ফেরি ঘাগ্রা
১৪.সাংস্কৃতিক কর্মী ইউবাসন নকরেক
১৫.সংস্কৃতি বা পারফর্মিং আর্ট-সাংস্কৃতিক কর্মী চাকলা হাগিদক
১৬.প্রয়াত রাজনীতিবিদ লতিকা নকরেক
১৭. রাজনীতি-প্রয়াত রাজনীতিবিদ রণিলা বনোয়ারী
১৮ . শিক্ষায় প্রয়াত সুবোধ চন্দ্র ঘাগ্রা
১৯. সমাজসেবায় প্রয়াত পাচু গোপান জাম্বিল