জাতীয়

প্রতি ইউনিটে ৫ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে

এ বছরের ১ জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকর হবে

দেশে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে ৫ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।  দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি হলেও বৃহস্পতিবার সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এ বছরের ১ জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ৮ জানুয়ারি বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাতে বিদ্যুৎ বিতরণকারী ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা দাম বাড়ানোর প্রস্তাব উত্থাপন করে। ওই শুনানিতে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে বিইআরসির কারিগরি কমিটি।

তবে গত ৩০ নভেম্বর বিইআরসি অধ্যাদেশ ২০২২ সংশোধনের কারণে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় সরকার। ওই অধ্যাদেশের আওতায় বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিলো বিদ্যুৎ বিভাগ।

 

 

Back to top button