Uncategorized

পিসিপি সম্পাদক রুমেন চাকমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুমেন চাকমার নামে সম্প্রতি ছড়ানো একটি ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজ এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।

বিবৃতিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ইউপিডিএফের একটি চক্র এই অপপ্রচার চালাচ্ছে। আজ ১৩ নভেম্বর, বুধবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্বেষ চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক একটি ফেসবুক গ্রুপে ‘Soirjya Chakma’ নামের একটি প্রোফাইল থেকে একটি পোস্টে রুমেন চাকমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলা হয়। পোস্টে দাবি করা হয় যে, ইউপিডিএফের সশস্ত্র ক্যাডার মিটন চাকমার হত্যাকাণ্ডের পেছনে রুমেন চাকমা প্ররোচনাকারী হিসেবে ভূমিকা পালন করেছেন। পিসিপি জানিয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রুমেন চাকমার বিরুদ্ধে পরিচালিত একটি রাজনৈতিক ষড়যন্ত্র।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর মিটন চাকমা দলের আভ্যন্তরীণ কোন্দলে পানছড়িতে নিহত হন এবং যেখানে এই হত্যাকাণ্ডটি ঘটে, জনসংহতি সমিতি ও পাহাড়ী ছাত্র পরিষদের কোনো কার্যক্রম উক্ত এলাকায় নেই । বরং ঐ এলাকা দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণাধীন এবং পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্দেশ্যে এই ধরণের অপপ্রচার চালানো হচ্ছে।
১০ নভেম্বরে ঘটনার দিন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা, প্রাক্তন সাংসদ, প্রয়াত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির শিল্পকলা একাডেমিতে আয়োজিত স্মরণসভায় পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুমেন চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উক্ত দিনটির স্মরণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানেও দেশের বুদ্ধিজীবীসহ আপামর জনগণের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে, পার্বত্য চট্টগ্রামে দুই দশকের অধিক ধরে বিরাজমান সংঘাতকে অবসানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যকার স্বাক্ষরিত ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিরোধীতা করে তথাকথিত পূর্ণস্বায়ত্বশাসনের দাবিতে আন্দোলনের নামে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাস ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তেমনিভাবে ‘Soirjya Chakma’ আইডি থেকে প্রচারিত উক্ত পোস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টার অংশ হিসেবেই পাহাড়ী ছাত্র পরিষদ মনে করে।

তাছাড়া, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক একটি গ্রুপে এমন বিভ্রান্তিমূলক পোস্ট অনুমোদন করার ক্ষেত্রে গ্রুপ এডমিনদের অধিকতর দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে পিসিপি। সংগঠনটি দাবি করেছে, এই মিথ্যা প্রচারণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং দেশের সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে চালানো হয়েছে।
একইসাথে, দেশের বর্তমান শিথিল আইনশৃঙ্খলার অবস্থার সুযোগ নিয়ে গুজব ও বিভ্রান্তি সৃষ্টিকারী, বিপদজনক ‘Soirjya Chakma’ কে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি জোর দাবিও জানায় সংগঠনটি।

Back to top button