জাতীয়শিক্ষা

পিসিপির স্মারকলিপিতে এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সংশোধিত নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারী, বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সংশোধিত রুটিন প্রকাশ করেছে। সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। এ পরীক্ষা শেষ হবে ১৩ মে।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ মে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। সংশোধিত সূচি অনুযায়ী, ১৩ এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে।

গত বছরের ১২ ডিসেম্বরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়। এরপর ১৫ ডিসেম্বরে এসএসসির দুটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)। স্মারকলিপিতে পিসিপি উল্লেখ করে, ”১২ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। রুটিন অনুযায়ী ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র এবং ১৫ এপ্রিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। অথচ ১২ থেকে ১৬ এপ্রিল পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, সাংক্রান উদ্‌যাপন করা হয়। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি রাখা হলেও রুটিনে পাহাড়িদের বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠানের বিষয়টি বিবেচনা করা হয়নি। ১৩ ও ১৫ এপ্রিল রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে পাহাড়ি শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হওয়ার শঙ্কা রয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন

স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ভিন্ন ভাষাভাষী জাতিসমূহের প্রধান সামাজিক উৎসবটির উদ্দেশ্য এবং চেতনা এক ও অভিন্ন। বর্ষবিদায় ও বরণের এই উৎসবে পরিবারের লোকজন সবাই একত্র হয়ে থাকেন এবং সামাজিকভাবে একত্র হয়ে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করেন। উৎসবকে কেন্দ্র করে নানা ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান পালন করা হয়। বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে এই উৎসবের ঐতিহ্যগত ও আর্থসামাজিক গুরুত্ব অপরিসীম। তাই ১৩ ও ১৫ এপ্রিল এসএসসির পরীক্ষার তারিখ পরিবর্তনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মোট পাঁচ দিন সরকারি ছুটি ঘোষণা করার আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।

এবার বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা ২য় পত্র পরীক্ষার মধ্য দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ মে।

Back to top button