জাতীয়
পিসিজেএসএসের প্রতিষ্ঠাতা সদস্য অমিয় সেন চাকমা আর বেচেঁ নেই

আইপিনিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অমিয় সেন চাকমা (কাঞ্চন) আর বেঁচে নেই। তিনি গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত ১০:৩০ টায় রাঙ্গামাটি শহরের ভেদভেদীতে তাঁর অস্থায়ী বাসভবনে বার্ধক্য জনিত কারণে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, চার কন্যা ও এক পুত্র সন্তান এবং নাতি-নাতিনী রেখে যান।
তিনি বর্তমান রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট মৌজার ছোট মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন। সার্টিফিকেট অনুযায়ী তাঁর জন্ম তারিখ ৫ এপ্রিল ১৯৪২ খ্রীষ্টাব্দ। তবে প্রকৃত জন্মসন ১৯৩৯ বলে জানা যায়। তিনি ছোট মাওরুম গ্রামের বিপিন চন্দ্র চাকমা ও মদনমুখী চাকমার তৃতীয় সন্তান। তাঁর বাবা বিপিন চন্দ্র চাকমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
অমিয় সেন চাকমার লেখাপড়ার হাতেখড়ি শুরু হয় ছোট মাওরুম স্কুলে। তিনি ১৯৫১ সালে প্রথম শ্রেণিতে ভর্তি️ হন সেই স্কুলে। ছোট মাওরুম স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ করার পর ১৯৫৮ সালে রাঙ্গামাটিস্থ শাহ হাই স্কুলে ভর্তি হন নবম শ্রেণিতে। ১৯৬০ সালে শাহ্ হাই স্কুল থেকে (বিজ্ঞান বিভাগে) এসএসসি পাশ করেন। এরপর তিনি উচ্চ মাধ্যমিক শ্রেণিতে (বিজ্ঞান বিভাগে) চট্টগ্রাম জেলাধীন কানুনগো পাড়া কলেজে ভর্তি হন। কানুনগো পাড়া কলেজ থেকে তিনি ১৯৬২ সালে আইএসসি পরীক্ষায় অবতীর্ণ হন।
কর্মজীবনে অমিয় সেন চাকমা প্রথমে শিক্ষকতা পেশা গ্রহণ করেছিলেন। তিনি ১৯৬২ সালে রাঙ্গামাটি জেলার জুরাছড়িতে বনযোগীছড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় নিযুক্ত হন। সেখানে দুইমাস শিক্ষকতা করার পর তিনি বাড়িতে ফিরে আসেন। ১৯৬৩-৬৪ সালে অমিয় সেন চাকমা বরকলের ঠেগার আন্দারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। সেখানে এক বছর পর্য️ন্ত শিক্ষকতা করেন। এরপর তিনি ১৯৬৫ সালে কৃষি পুনর্বাসন প্রকল্পের সহকারী হিসেবে চাকরিতে যোগদান করেন। সেখানে বছর খানেক চাকরি করার পর তিনি ১৯৬৮-৬৯ সালে ম্যালেরিয়া ইনসেক্ট কালেক্টরের চাকরিতে যোগ দেন।
১৯৭০ সালে লংগদুর আটরকছড়ার বৈষ্ণব হেডম্যানের কন্যা পূর্ণি️মা দেবী চাকমার সাথে অমিয় সেন বাবুর শুভ পরিণয় ঘটে।
ছাত্র অবস্থায় অমিয় সেন চাকমা তৎকালীন ছাত্র নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার সাথে পরিচয় ঘটে। তখন থেকেই তাঁর রাজনীতির হাতেখড়ি। ১৯৭০ সালে যে পাঁচজন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন গড়ে তোলার শপথ নিয়েছিলেন তাদের মধ্যে অমিয় সেন চাকমা ছিলেন একজন। অন্য চারজন ছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা, জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, কালিমাধব চাকমা ও পঙ্কজ দেওয়ান।
সশস্ত্র আন্দোলন চলাকালে অমিয় সেন চাকমা ফিল্ড সুপারভাইজার (এফএস), মুখ্য পরিচালক, কমান্ড পোষ্ট-বি এর কম্যান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর তিনি জনসংহতি সমিতির উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
