জাতীয়
পা হারানো রাসেলকে আজই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
রাজধানীতে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে আজ (১০ এপ্রিল) বিকাল ৩টার মধ্যে ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আদেশে এই সময় নির্ধারণ করে দেন। আজ বিকাল ৩টার মধ্যে গ্রিন লাইন পরিবহন রাসেল সরকারকে ক্ষতিপূরণ না দিলে, আদালত পরবর্তী আদেশ দেবেন।
রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ এক মাস সময় চাইলে আদালত এই আদেশ দেন।