পাহাড়ে বহুমুখী শাসন ব্যবস্থা চলছেঃ সন্তু লারমা
নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় ওরফে সন্তু লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বহুমুখী শাসন ব্যবস্থা বিদ্যামান, অপারেশন উত্তোরনের নামে ৪৭ বছর ধরে পাহাড়ে সেনা শাসন চলছে। বহুমুখী শাসন ব্যবস্থার কারনে পাহাড়ের মানুষের জীবন ওষ্ঠাগত। পাহাড়ের বাস্তবতার কারনে একজন শিল্পী তার চিত্রকর্মের মাধ্যমে পাহাড়ের বাস্তব চিত্র তোলে ধরতে পারছে না।
শুক্রবার বিকালে জীবন ও রঙের বৈচিত্র্যে স্বপ্রের পাহাড় শীর্ষক ৭ম চিত্র প্রর্দশনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম চিত্র শিল্পী গোষ্ঠী আয়োজিত পাহাড়ের মানুষের জীবন ধারার উপর এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। হিল আর্টিষ্ট গ্রুপের সভাপতি ধনমনী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিটিউটের প্রভাষক শিল্পী ঢালি আল মামুন, জুম ঈসথেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা ও শিক্ষাবিদ অঞ্জুলিখা খীসা।
অনুষ্ঠানে সন্তু লারমা আরো বলেন, শান্তি চুক্তি স্বাক্ষরের ২০ টি বছর অতিবাহিত হলে এখনো চুক্তি বাস্তবায়িত হয়নি, বরং সরকার একের পর এক চুক্তি বিরোধী কার্যক্রম হাতে নিচ্ছে। সরকারের চুক্তি বিরোধী কার্যক্রমের কারনে জুম্ম জনগন তার অস্বিত্ব হারিয়ে ফেলতে বসেছে। উন্নয়নের নামে পার্বত্য এলাকায় সরকার বিভিন্ন প্রকল্প গ্রহন করছে এগুলো জুম্ম জনগন চায় কিনা তাদের সাথে আলোচনা করা হয়নি। তিনি জুম্ম জনগনের স্বার্থ বিরোধী সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানান।