খেলাধুলা

পাহাড় বনাম সমতলের আদিবাসীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পাহাড় দল ৪-২ গোলে বিজয়ী

আইপি নিউজ: ৬ আগস্ট ২০২৫ বুধবার, বিকাল ৪ ঘটিকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে আদিবাসী প্রীতি ফুটবল ম্যাচ আয়োজক উপ-কমিটির পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে পাহাড় বনাম সমতলের আদিবাসীদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দুই দলের খেলোয়ারেরা করমর্দন করছেন। ছবি: আইপিনিউজ বিডি
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিরণ মিত্র চাকমা এবং ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিমসহ বিভিন্ন আদিবাসী ছাত্র সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
এই সময় বক্তারা, পাহাড় এবং সমতলের আদিবাসীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার মধ্যে দিয়ে ভবিষ্যতে আরো যেকোনো প্রয়োজনে বাংলাদেশের আদিবাসী জনগণ একতাবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উক্ত খেলায় পাহাড়ের দল ৪-২ গোলে সমতলের দলকে হারিয়ে জয়ী হয়। খেলা শেষে উভয় টিমের মধ্যে প্রীতি পুরস্কার বিতরণী শেষে আদিবাসী ফোরামের ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Back to top button