জাতীয়

পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে নানা জায়গায় পিসিপি’র কর্মসূচী(ফটো স্টোরি)

আগামী ২ ডিসেম্বর ২০২২, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বয়স ২৫ বছর পূর্ণ হচ্ছে। এই চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে এখনো ফিরেনি সেই কাঙ্খিত শান্তি। দ্রুত রোডম্যাপ ঘোষণা করে, পার্বত্য চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশের কর্মসূচী ঘোষণা করে পাহাড়ী ছাত্র পরিষদ। দেশের নানা জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরে এই কর্মসূচী পালিত হয়। সেইসব মিছিল ও সমাবেশের কিছু স্থিরচিত্র আইপিনিউজের পাঠকদের জন্য প্রকাশ করা হল:

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখা: 

পিসিপি ঢাকা মহানগর শাখার মিছিল। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়। ২৫ নভেম্বর, ২০২২। ছবি আইপিনিউজ।

 

 

 

 

 

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক সাংসদ ও জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখা:

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে একই দাবিতে মিছিল।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখা:

একই দাবিতে পিসিপি রাজশাহী মহানগর শাখার আয়োজনে রাবি’তে মিছিল ও সমাবেশ

 

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখা:

একই দাবিতে রাঙ্গামাটি জেলা কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল করেছে সংগঠটি।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা:

গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারেও এই সমাবেশের আয়োজন করে পিসিপি চবি শাখা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বরকল থানা শাখা:

একই দাবিতে পিসিপি বরকল থানা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত।

Back to top button