আঞ্চলিক সংবাদ

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ। আগামী তিন বছর মেয়াদের জন্য তিনি এই পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

গত ২৮ আগস্ট ভূমি মন্ত্রণালয়ের জরিপ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১ অনুযায়ী বিচারপতি হাফিজকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়ে আপিল বিভাগের বিচারপতির সমান বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন। তবে তাঁর প্রাপ্য পেনশন সুবিধা দায়িত্বকালে স্থগিত থাকবে এবং পরবর্তীতে তা গ্রহণযোগ্য হবে।

ভূমি মন্ত্রণালয়ের পাঠানো অনুলিপি অনুযায়ী, এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট, আঞ্চলিক পরিষদসহ সংশ্লিষ্ট সব দপ্তরে প্রেরণ করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসকের কার্যালয়ে কমিশনের সচিবকেও প্রজ্ঞাপনের কপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ২০০১ সালের আইনের আওতায় গঠিত হয়। এ কমিশন পার্বত্য এলাকায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দায়িত্বে নিয়োজিত।

Back to top button