জাতীয়

পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এবার রংপুরে সংহতি সমাবেশ ও গণমিছিল

আইপিনিউজ ডেক্স(ঢাকা): পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামীকাল ২০ মার্চ, ২০২৩, সোমবার রংপুরের শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে বিকাল ২.৩০ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সংহতি সমাবেশ ও গণমিছিল। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর উদ্যোগে এই সংহতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে। আজ রবিবার এক যুক্ত বিবৃতিতে উক্ত প্লাটফর্মের যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার ও সামাজিক আন্দোলন কর্মী জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. খায়রুল ইসলাম চৌধুরী দল,মত নির্বিশেষে সকল সচেতন নাগরিকদের সক্রিয় সংহতি কামনা করেছেন ও সমাবেশটি সফল করার জন্য উদাত্ত আহ্বানও জানিয়েছেন।

বিবৃতিতে উক্ত দুই সমন্বয়কারী জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গড়ে ওঠা ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ এর আয়োজনে এটি দ্বিতীয় বিভাগীয় সমাবেশ। এর আগে গত ৩১ জানুয়ারি ২০২৩, প্লাটফর্মটির উদ্যোগে চট্টগ্রামে প্রথম বিভাগীয় সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।’

বিবৃতিদাতারা জানান, আগামীকালের গণমিছিল ও সংহতি সমাবেশটি উদ্বোধন করবেন প্রবীণ রাজনীতিবিদ মো: আফজাল এবং সভাপতিত্ব করবেন অধ্যাপক মোজাহার আলী। উক্ত সমাবেশে উপস্থিত থেকে সংহতি বক্তব্য রাখবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুল রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ নাজমুল হক প্রধান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমন্ডলীর সদস্য শাহীন রহমান,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানী, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জোবাইদা নাসরিন, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ। এছাড়াও উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, ছাত্রনেতা ও সুধীজন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর প্রচার বিভাগের মুহাম্মদ হাবীব স্বাক্ষরিত উক্ত বিবৃতিতে প্লাটফর্মটির দুই যুগ্ম সমন্বয়ক আগামীকালের রংপুরের সংহতি সমাবেশ ও গণমিছিলে সক্রিয় অংশগ্রহণের জন্য রংপুরের সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিক সমাজের কাছে বিশেষ অনুরোধও জানিয়েছেন।

Back to top button