পার্বত্য অঞ্চলে আদিবাসীরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে রয়েছেঃ সন্ত লারমা
নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য অঞ্চলে আদিবাসীরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে রয়েছে বলে মন্তব্য করেছেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে(সন্ত লারমা)।
রাঙামাটিতে সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের আয়োজনে ২ দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রাম হেডম্যান-কার্বারী সম্মেলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সভায় তিনি বলেন, কাপ্তাই বাঁধ পাবত্য অঞ্চলে মানুষের মরন ফাঁদ হিসেবে পরিনত হয়েছে। কাপ্তাই বাঁধের কারণে হাজার হাজার পাহাড়ি নিজেদের বাস্তভিটা হারিয়েছে। যার কারনে পার্বত্য অঞ্চলে আদিবাসীরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে রয়েছে।
সরকার ১৯৯৭ সালে আন্তরিকতা দেখিয়ে শান্তি চুক্তি করে কিন্তু দীর্ঘ ১৯ বছরেও তা এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেনি। শান্তি চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে শান্তি আসছেনা।চুক্তি বাস্তবায়নে সরকারকে চাপ প্রয়োগ করতে হেডম্যান কার্বারীদের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি বলেন, পার্বত্য অঞ্চলে নারীদের যতেষ্ট ভূমিকা রয়েছে । নারীদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা অগ্রগতি সাধন করতে হবে।
আদিবাসী সমাজ উন্নয়নে নারী প্রতিনিধিত্ব অত্যাবশ্যক এই স্লোগানকে সামনে রেখে সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের আয়োজনে ২ দিন ব্যাপী রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম হেডম্যান-কার্বারী সম্মেলন শুরু হয়েছে।
রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃকিত ইনিস্টিটিউটে সিএইচটি হেডম্যান নেটওর্য়াকের সহ-সভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে চাকমা সার্কেল চীফ, ব্যারিস্টার দেবাশীষ রায়, প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু) বিশেষ অতিথি হিসেবে বরকল উপজেলা চেয়ারম্যান মনি চাকমা, জেন্ডার এন্ড লোকাল কনফিডেন্স বিল্ডিং ক্লাস্টার ইউএনডিপির টিএম লিডার ঝুমা দেওয়ান সহ তিন পার্বত্য জেলার সকল হেডম্যান-কার্বারী প্রতিনিধিগন ও অন্যান্য প্রমূখ উপস্থিতি ছিলেন।