জাতীয়শিক্ষা

পার্বত্যঞ্চলে বিশেষ শাসনব্যবস্থা অকার্যকর রাখায় অধিবাসীরা নানা সীমাবদ্ধতায়: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় এ অঞ্চলের অধিবাসীরা নানা সীমাবদ্ধতার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

তিনি বলেন, “১৯৯৭ সালে স্বাক্ষরিত চুক্তির লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান এবং এ অঞ্চলে বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর করা। কিন্তু বাস্তবে সেই কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি, ফলে এখানকার জনগণ নানা প্রতিবন্ধকতার মধ্যে জীবনযাপন করছে।”

গত ৯ ফেব্রুয়ারী এ আয়োজনের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজিত ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সরকারি উদ্যোগের অভাবের কথা উল্লেখ করে সন্তু লারমা বলেন, “পার্বত্য চট্টগ্রাম চুক্তির ভিত্তিতে পার্বত্য জেলা পরিষদ আইন প্রণয়ন করা হলেও, জেলা পরিষদের প্রকৃত ক্ষমতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। এর মধ্যে ক্রীড়া খাতও অন্তর্ভুক্ত, যা জেলা পরিষদের অধীনে পরিচালিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার এখনও সেই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের কাছে হস্তান্তর করেনি।”
তারুণ্যের উৎসব-২০২৫ এ নারীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়
তিনি আরও বলেন, “সরকারিভাবে পার্বত্য চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে যেভাবে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তা বাস্তবায়ন হয়নি। আমরা আশা করি, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর যথাযথ দায়িত্ব অর্পণ করবে এবং এ অঞ্চলের ক্রীড়াক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা। এছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, জেএসএসের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা এবং জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করে গিরিসুর শিল্পীগোষ্ঠী
উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারী থেকে তিন দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে রাঙামাটি সদরের চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত হয়।

Back to top button