অন্যান্য
পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম খুমী ছাত্রী তংসই খুমী
আইপিনিউজ ডেস্ক (ঢাকা): খুমী আদিবাসী সম্প্রদায়ের প্রথম ছাত্রী হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে তংসই খুমী। সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের পড়ার সুযোগ পেয়েছে। তার বাড়ি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায়।
উল্লেখ্য যে, তংসই খুমী উচ্চমাধ্যমিক পাশ করার পর চট্টগ্রাম বিশ্বদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত JUM Academy: Free Coaching for Indigenous Students – বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়।
সে খুমী আদিবাসী সম্প্রদায়ের প্রথম ছাত্রী হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেল।