শিল্প ও সংস্কৃতি
পাবর্ত্য চট্ট্রগাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন, আইনের ধারা, আদেশ ও প্রথা সম্বলিত সংকলন প্রকাশিত
পাবর্ত্য চট্ট্রগাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন,কতিপয় আইনের ধারা, আদেশ ও প্রথা সম্বলিত সংকলন প্রকাশিত হয়েছে। পাবর্ত্য চট্ট্রগাম নাগরিক কমিটি ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক দ্বারা এই বই প্রকাশিত হয়েছে। বইটির সৌজন্য কপি রাঙামাটির কল্যাণপুরে হেডম্যান নেটওর্য়াক অফিসে পাওয়া যাচ্ছে। ৩৬ পৃষ্টার বইটির মুল্য ১০০ টাকা।