খেলাধুলা

পাঁচবিবিতে ম্যারাথনে “রুপলাল সরেন” প্রথম

গত ২৩ শে মার্চ জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভায় দ্বিতীয়তম মেরাথন ১০ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয় । এই মেরাথন দৌড় প্রতিযোগীতায় ৫৫০ জন অংশগ্রহণ করেন , উক্ত দৌড় প্রতিযোগীতায় সকল প্রকার দায়িত্ব ও সহযোগীতা পালন করেন পাঁচবিবি থানা পুলিশ প্রশাসন , বিজিবি , আর্মি , গ্রাম পুলিশ ,ফায়ার সার্ভিস , মেডিকেল ছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব , উপজেলা নির্বাহী অফিসার ও উর্ধতন সরকারী কর্ম কর্তাগণ । এই প্রতিযোগীতায় ছাত্র ছাত্রী সহ সকল শ্রেনীর লোক বৃন্দ অংশগ্রহন করেন । প্রতিযোগীতাকালীন সকল যানবাহন স্থগিত ছিল । দৌড় প্রতিযোগীতাকালীন সকল প্রকার প্রশাসন এর নেতৃত্বে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয় । দৌড় প্রতিযোগীতাটি পাঁচবিবি পৌরসভার পাঁচমাথা হইতে শুরু করে তিনমাথা » রেলগেট ১ » বীননগর » মহীপুর » ধাওয়াইপুর » পাঁচবিবি ভ্যান স্টেন্ড » রেল গেট ২ » ভূমি অফিস » স্টেডিয়ামে শেষ হয় । প্রতিযোগীতাকালীন অংশগ্রহনকারীর পিছনে পুলিশ প্রশাসন উপস্থিত থাকে । এছাড়া সকল প্রকার মেডিকেল ও পানি দেওয়ার সুব্যবস্থা ছিল । উক্ত মেরাথন ১০ কিলোমিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন পাঁচবিবি থানার , ৫ নং আটাপুর ইউনিয়নের , ৯ নং ওয়ার্ড এর মহীপুর গ্রামের “মারাং সরেন” এর পুত্র “রুপলাল সরেন ” ।

Back to top button