জাতীয়
পহেলা বৈশাখের যাবতীয় আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত জানিয়ে প্রজ্ঞাপন
করোনা ভাইরাসের বিস্তার রোধে ১৪২৭ বঙ্গাব্দের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপনে আগামী ১৪ এপ্রিল কোন অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সরকারিভাবে পহেলা বৈশাখের যাবতীয় অনুষ্ঠান ও কার্যক্রম বাতিল ঘোষণা করে জারি করা হলো প্রজ্ঞাপন।
উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাক্ষরিত এক চিঠিতে বুধবার(১ এপ্রিল) এ কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কভিড১৯)-এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন পহেলা বৈশাখ ১৪২৭ তারিখের সকল অনুষ্ঠান কার্যক্রম স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।
এখানে সারা দেশে পহেলা বৈশাখের পাশাপাশি তিন পাবর্ত্য জেলায় ‘বৈসাবি’ উৎসব স্থগিতের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেয়া হয়।
তথ্যসূত্রঃ ইত্তেফাক