জাতীয়

পঙ্কজ ভট্টাচার্য ছিলেন চিরবঞ্চিত আদিবাসী মানুষের সংগ্রামের শক্তিঃ বাংলাদেশ আদিবাসী ফোরাম

আইপিনিউজ ডেক্স(ঢাকা): বর্ষীয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। আজ সোমবার (২৪ এপ্রিল) সংগঠনটির সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং স্বাক্ষরিত এক শোকবার্তায় সংগঠনটি এই শোক জানায়।

শোক বার্তায় বলা হয়, আমরা গভীর দুঃখ ও বেদনার সহিত জানাচ্ছি যে, বর্ষীয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য রোববার দিবাগত রাতে রাজধানীর পান্থ পথে হেল্থ এন্ড হেল্প হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করছি। তাঁর পরিবারের সকল সদস্য ও স্বজনদের প্রতি জানাচ্ছি সমবেদনা আর সহমর্মিতা।

শোক বার্তায় আরো বলা হয়, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে পঙ্কজ ভট্টাচার্য ছিলেন অবিচল ও নিবেদিত প্রাণ। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় তিনি এতটাই আন্তরিক ও নিবেদিন প্রাণ ছিলেন যে, দেশের প্রত্যন্ত আদিবাসী অঞ্চলে গিয়ে বহুবার মানুষের পাশে দাঁড়িয়েছেন। পার্বত্য চট্টগ্রাম, মধুপুর বন, খাসিয়াদের পুঞ্জি, গারো পাহাড় অঞ্চল, গাজীপুর, পটুয়াখালী-বরগুনা, উত্তরবঙ্গের আদিবাসী গ্রাম, চা বাগানের শ্রমিকদের সমাবেশ – সবখানে তিনি মানুষের পাশে স্বশরীরে দাঁড়িয়েছেন। তাঁর ভরাট কন্ঠের বক্তৃতা আদিবাসী জনগণকে অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামে উদ্দীপ্ত করে তুলতো। তিনি ছিলেন চিরবঞ্চিত আদিবাসী মানুষের সংগ্রামে শক্তি ও প্রেরণার উৎস। বহু আদিবাসী মানুষ তাঁকে সরাসরি ফোন করতেন আর তিনি সাধ্যমত তাদের পাশে দাঁড়াতেন। এমন আদিবাসী-বান্ধব আর দরদী মানুষ সহসা আর আসবে না।

বাংলাদেশ আদিবাসী ফোরাম ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের আত্মার চিরশান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Back to top button