পঙ্কজ ভট্টাচার্যের আদর্শ ছিল উদার অসাম্প্রদায়িক মানবিক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করাঃ স্মরণসভায় বক্তারা
আইপিনিউজ ডেক্স(ঢাকা): প্রান্তিক মানুষের নির্ভরযোগ্য অকৃত্রিম সুহৃদ ও আপসহীন ছিলেন বিশিষ্ট রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য। গণতন্ত্র, রাজনীতি, আদিবাসী ও সাম্প্রদায়িকতা এসব প্রশ্নে সামনে কঠিন সময়। এ লড়াই সম্পূর্ণ করতে হবে। তার এ স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এটিই হবে তার প্রতি শ্রদ্ধা। গতকাল শুক্রবার জাতীয় জাদুঘর মিলনায়তনে পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। ‘পঙ্কজ ভট্টাচার্য নাগরিক স্মরণসভা জাতীয় কমিটি’র পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
স্মরণ সভায় বক্তারা আরো বলেন, পঙ্কজ ভট্টাচার্য ছিলেন রাজনীতির বাতিঘর। তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তাঁর আদর্শ ছিল উদার অসাম্প্রদায়িক মানবিক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা।
নাগরিক স্মরণসভা জাতীয় কমিটি আয়োজিত এই সভায় আলোচনা, স্মৃতিচারণা, আবৃত্তি, গান আর পুষ্পাঞ্জলিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পঙ্কজ ভট্টাচার্যের প্রতি।
রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় স্মরণসভা শুরু হয়। শুরুতেই মঞ্চে রাখা পঙ্কজ ভট্টাচার্যের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রায় ৪০টি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। ব্যক্তিগত পর্যায়ে অনেকে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকেও পঙ্কজ ভট্টাচার্যের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
উক্ত সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ করছেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তবারক হোসেন। পরিবারের পক্ষে স্মরণসভায় পঙ্কজ ভট্টাচার্যের শেষ মুহূর্তের স্মৃতি তুলে ধরেন ডা. মানস বসু। তিনি বলেন, কেউ ভালো থাকার কথার জবাবে পঙ্কজ ভট্টাচার্য বলতেন, ‘দেশের তুলনায় ভালো আছি।’ মোটকথা, জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও মানুষের কথা ভেবেছেন তিনি।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, জীবনে সব ধরনের ঝুঁকি নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আমৃত্যু আন্দোলন করে গেছেন তিনি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গণতন্ত্র, রাজনীতি, আদিবাসী ও সাম্প্রদায়িকতা এসব প্রশ্নে সামনে কঠিন সময়। এসব প্রশ্নে লড়াই সম্পূর্ণ করতে হবে। এটিই হবে তার প্রতি শ্রদ্ধা।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, প্রান্তিক মানুষের নির্ভরযোগ্য অকৃত্রিম সুহৃদ ছিলেন তিনি। অসাম্প্রদায়িক রাষ্ট্র সমতাভিত্তিক বাংলাদেশ চাওয়ার এ মানুষটি সমাজের বিভক্তি ও অনাচার রোধে আজীবন সংগ্রামী ছিলেন।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন নাট্যজন রামেন্দু মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য এস এম এ সবুর, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্য সচিব নূর মোহাম্মদ তালুকদার ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং। কবিতা পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যাপাধ্যায়। প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষে পঙ্কজ ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রকৌশলী শফিকুর রহমান ভূঁইয়া।