নেত্রকোণার গোপালপুরে হাজং জাতিগোষ্ঠীভিত্তিক এফজিডি অনুষ্ঠিত
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার গোপালপুর নামক সীমান্তবর্তী গ্রামে হাজংদের নিয়ে একটি ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) আয়োজন করে কাপেং ফাউন্ডেশন। এফজিডি-আলোচনায় সরাসরি অংশ নিয়ে তথ্য দিয়েছেন গোপালপুর গ্রামের হাজং নারী-পুরুষ, যুব, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবর্গ। এ আলোচনায় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল কোঅর্ডিনেটর আলেক্সিউস চিছাম, কাপেং ফাউন্ডেশন-এর প্রজেক্ট কোঅর্ডিনেটর সোহেল হাজং, ‘হাজংমাতা রাশিমণি কল্যাণ পরিষদ’-এর সভাপতি মতিলাল হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন-এর সভাপতি খগেন্দ্র হাজং, সাধারণ সম্পাদক পল্টন হাজং এবং তথ্য সংগ্রহে সহযোগিতা করেছেন কাপেং ফাউন্ডেশনের ইন্টার্ন পূর্বা চাকমা, উমাচিং মারমা, রুমা ত্রিপুরা ও মিতা হাজং।
আদিবাসীদের জাতিগোষ্ঠীভিত্তিক পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের ন্যায়বিচার ও উন্নয়নে অভিগম্যতা উন্নয়নের লক্ষ্যে সারাদেশে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীদের নিয়ে ‘আদিবাসী নেভিগেটর’ নামক প্রকল্প বাস্তবায়নে কাজ করে চলেছে যৌথভাবে কাপেং ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা। সে কাজের তথ্য সংগ্রহের একটি অংশ হিসেবে এ আলোচনায় হাজং আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য অবস্থা সম্পর্কিত প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। কাপেং ফাউন্ডেশন জানায় প্রাথমিক পর্যায় ও অন্যান্য সংকলিত সকল তথ্য নিয়ে পূর্ণ প্রতিবেদন তারা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুস্তিকাকারে প্রকাশ করবে এবং সেসাথে আদিবাসীদের বর্তমান অবস্থা ও তথ্যাবলী সরকারী ও আন্তর্জাতিকভাবে নজরে নিয়ে আসবেন।