খেলাধুলা
নেত্রকোণার কলমাকান্দায় গারো প্রিমিয়ার লিগ(জিপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নেত্রকোণার কলমাকান্দায় গত ৩১ মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত গারো প্রিমিয়ার লিগ(জিপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্ট এর ফাইনাল খেলার উদ্বোধন করেন, বরোয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেভা: ফাদার বিপিন নকরেক।
টুর্নামেন্ট উপলক্ষে আলোচনা সভায় গারো স্টুডেন্ট ইউনিয়ন এর কলমাকান্দা উপজেলা সম্পাদক রেংখেং রেমার পরিচালনায় ও গাসু সভাপতি শিমোন বনোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরোয়াকোনা ক্যাথলিক মিশনের পাল পুরোহিত রেভা: ফাদার অন্জন জাম্বিল।
“মাদক নয়, খেলা ধুলায় মিলবে জয়” মূল সুরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করে।
ফাইনালে বিজয়ী হয়েছে সেনপারা ফুটবল দল এবং রানার্স আপ বেংকোণা ফুটবল দল।।
টুর্নামেন্টের প্রতিটি খেলা দেখতে স্হানীয় ও আশপাশের বিভিন্ন এলাকার শত শত দর্শক উপস্হিত ছিলেন।