অন্যান্য

না ফেরার দেশে চলে গেলেন সাংসারেক খামাল দীনেশ নকরেক 

টাঙ্গাইল জেলাধীন মধুপুর উপজেলার ধরাটি গ্রামে নিজ বাড়ীতে আজ দুপুর ১২ টা নাগাদ  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাংসারেক ধর্মাবলম্বীদের খামাল (পুরোহিত) দীনেশ নকরেক। বিভিন্ন সূত্র মারফত জানা যায়, মৃত্যুকালে তার বয়স ছিল ৯৯ বছর। 

 

বাংলাদেশের অন্যতম আদিবাসী জনগোষ্ঠী গারো। গারোদের নিজস্ব ধর্ম সাংসারেক হলেও ইতোমধ্যে বেশীরভাগ গারো খ্রীষ্টধর্মে ধর্মান্তরিত হয়েছেন। অল্প কিছু বয়স্ক লোক এই ধর্মকে আগলে রেখেছেন। যদিও ইদানীংকালে গারো যুবকদের মধ্যে আবার সাংসারেক ধর্ম চর্চার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে খামাল বা পুরোহিতের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। 

 

খামাল দীনেশ নকরকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেন। 

 

আগামীকাল সকাল ১১ টায় তার শেষকৃত্য  অনুষ্ঠিত হবে বলে তার পরিবার থেকে জানানো হয়েছে।

Back to top button